
বাসন্তী, ২০ জানুয়ারি ( হি. স.): এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের সোনাখালি এলাকা। মঙ্গলবার সকালে শুনানি কেন্দ্র ঘিরে তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, শুনানি চলাকালীন হেনস্থা ও দুর্ব্যবহারের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুনানি কেন্দ্রে হামলা চালানো হয় এবং সরকারি সম্পত্তিতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুনানির জন্য ডাকা একাধিক ভোটারের অভিযোগ, প্রয়োজনের বাইরে অতিরিক্ত নথি চাওয়া হচ্ছিল এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এই অভিযোগকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে সোনাখালি ও সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ভাঙচুর ও অশান্তির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।একাধিক জায়গায় এসআইআর শুনানি ঘিরে অশান্তির ঘটনার জেরে নির্বাচন কমিশনের ভূমিকা ও পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফে কড়া নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়