সংস্কারের ১৫ দিনেই বেহাল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের রাস্তা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
বাঁকুড়া, ২০ জানুয়ারি (হি.স.) : রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সংস্কার হওয়া রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। বাঁকুড়ার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের মুসলো গ্রামে মাত্র ১৫ দিনের মধ্যেই কংক্রিটের রাস্তা
সংস্কারের ১৫ দিনেই বেহাল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের রাস্তা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী


বাঁকুড়া, ২০ জানুয়ারি (হি.স.) : রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সংস্কার হওয়া রাস্তার অবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। বাঁকুড়ার সোনামুখী ব্লকের কোচডিহি গ্রাম পঞ্চায়েতের মুসলো গ্রামে মাত্র ১৫ দিনের মধ্যেই কংক্রিটের রাস্তা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় নিম্নমানের কাজ ও কাটমানির অভিযোগ তুলে মঙ্গলবার তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামবাসীদের অভিযোগ, প্রকল্পের আওতায় প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে পাড়ার একটি রাস্তা সংস্কার করা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যেই কংক্রিটের রাস্তায় একের পর এক ফাটল দেখা দেয়। কোথাও কোথাও লাঠি দিয়ে সামান্য চাপ দিলেই গর্ত হয়ে যাচ্ছে। ফলে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

রাস্তার এমন অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই কাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছে। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, ভোটের আগে এই প্রকল্পের মাধ্যমে ঘুরপথে সরকারি টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢোকানো হচ্ছে বলেই উন্নয়নের কাজের এমন করুণ অবস্থা।

তবে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে সোনামুখীর বিডিও নীলোৎপল চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande