কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রামবিচার নেতামের , ভুট্টা ও ডাল চাষে ৩০.৪২ কোটি টাকার অনুমোদন
রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের কৃষিমন্ত্রী রামবিচার নেতাম মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে মন্ত্রী নেতাম রাজ্যের ডাল ও তৈলবীজ ফসলের উন্নয়নের লক্ষ্যে
কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রামবিচার নেতামের , ভুট্টা ও ডাল চাষে ৩০.৪২ কোটি টাকার অনুমোদন


রায়পুর, ২০ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের কৃষিমন্ত্রী রামবিচার নেতাম মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে মন্ত্রী নেতাম রাজ্যের ডাল ও তৈলবীজ ফসলের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।

বৈঠকে ছত্তিশগড় সরকারের দেওয়া প্রস্তাবগুলোতে কেন্দ্রীয় স্তরে সম্মতি জানানো হয়েছে, যা রাজ্যের কৃষি ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে। কৃষিমন্ত্রী রামবিচার নেতাম একে কৃষকদের স্বার্থে এক বড় সাফল্য হিসেবে বর্ণনা করে বলেন যে, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে রাজ্যে ভুট্টা, ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি পাবে।

সাক্ষাৎকালে মন্ত্রী নেতাম কৃষি উন্নয়ন এবং আধুনিক কৃষি সরঞ্জাম সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবও পেশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে ভুট্টা চাষের প্রসারে ৬ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ডাল ও তৈলবীজ চাষে উৎসাহ দিতে ২৪ কোটি ১০ লক্ষ টাকা অনুমোদন করেছেন। এর ফলে রাজ্যের ৫৫ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের প্রদর্শনী করা সম্ভব হবে, যার মাধ্যমে প্রায় ৭ হাজার কৃষক উপকৃত হবেন। একইভাবে ডাল চাষের আওতায় বিউলি ও মুগ ডালের প্রসারে ২৪ হাজার ১০০ হেক্টর জমিতে ফসলের প্রদর্শনী হবে, যাতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ২৮ হাজার কৃষক।

উল্লেখ্য, সাক্ষাতের সময় মন্ত্রী রামবিচার নেতাম কেন্দ্রীয় মন্ত্রীকে জানান যে, ‘প্রথাগত কৃষি উন্নয়ন যোজনা’র অধীনে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২৭ কোটি ৬৮ লক্ষ টাকার একটি প্রস্তাব ভারত সরকারের কৃষি মন্ত্রকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রী নেতাম কেন্দ্রীয় মন্ত্রীকে দ্রুত এই বকেয়া অর্থ অনুমোদনের অনুরোধ জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande