
কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : রেশনের চাল ও আটার গুণগত মান অত্যন্ত খারাপ, এই অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের একটি রেশন দোকান। স্থানীয় গ্রাহকদের ক্ষোভের জেরে এদিন পরিস্থিতি চরমে পৌঁছায়। রেশন ডিলারকে ঘিরে ধরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। তাঁদের সাফ দাবি, ভোজ্য অযোগ্য এই নিম্নমানের সামগ্রী তাঁরা কোনোভাবেই গ্রহণ করবেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ওই রেশন দোকানে নিম্নমানের সামগ্রী সরবরাহ করা হচ্ছিল। মঙ্গলবার সেই অসন্তোষ বড় আকার ধারণ করে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, খাদ্য দপ্তরের আধিকারিকরা এসে গুণগত মান পরীক্ষা করে আশ্বাস না দেওয়া পর্যন্ত রেশন বিলি বন্ধ থাকবে। রেশন ডিলার দেবপ্রসাদ মজুমদার বিষয়টি ব্লক খাদ্য দপ্তরে জানালেও বিকেল পর্যন্ত কোনো আধিকারিক না আসায় উত্তেজনা আরও বাড়ে। পরবর্তীতে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারী গ্রাহক নির্মলা শিকারী, রুমিচা পাইক ও মাধব হালদারদের অভিযোগ, সরকার যে মানের চাল ও আটা পাঠানোর নির্দেশ দিয়েছে, দীর্ঘ সময় ধরে তার থেকে অনেক নিম্নমানের সামগ্রী তাঁদের দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, এই আটা ও চাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বারবার অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় তাঁরা পথ অবরোধ ও বিক্ষোভের পথ বেছে নিয়েছেন।
রেশন ডিলার দেবপ্রসাদ মজুমদার স্বীকার করে নিয়েছেন যে, সরকারি গোডাউন থেকে যে মানের সামগ্রী পাঠানো হচ্ছে, তা সন্তোষজনক নয়। তিনি কেবল সরবরাহকারী হিসেবে সেগুলি বিলি করছেন। অন্যদিকে, পাথরপ্রতিমা ব্লকের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ শশাঙ্কশেখর হালদার জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। চাল ও আটার নমুনা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত