শান্তিরবাজারে প্লাস্টিক বর্জ্যে তৈরি হচ্ছে আধুনিক রাস্তা, উপকৃত হবেন আট পাড়ার মানুষ
শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন করে চলেছে শান্তিরবাজার পূর্ত দফতর। দফতরের এসডিও প্রবীর বরণ দাস গুণগত মান বজায় রেখে প্রতিটি কাজ সম্
আধুনিক রাস্তা নির্মাণ


শান্তিরবাজার (ত্রিপুরা), ২০ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন করে চলেছে শান্তিরবাজার পূর্ত দফতর। দফতরের এসডিও প্রবীর বরণ দাস গুণগত মান বজায় রেখে প্রতিটি কাজ সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কোনও কাজে অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

এরই মধ্যে উন্নত প্রযুক্তির মাধ্যমে এলাকার মানুষকে বিশেষ উপহার দিতে উদ্যোগী হয়েছে শান্তিরবাজার পূর্ত দফতর। দফতরের উদ্যোগে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের গোবিন্দবাড়ি থেকে অনুরামপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি, যেখানে প্লাস্টিকজাত বর্জ্য পুনর্ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় এই প্রথমবার এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার রাস্তা নির্মাণের কাজ পরিদর্শনে যান শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব কুমার ত্রিপুরা, এসডিও প্রবীর বরণ দাস, ইঞ্জিনিয়ার অমলেন্দু মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, এই রাস্তা নির্মিত হলে এলাকার প্রায় আটটি পাড়ার মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্পটির জন্য প্রায় চার কোটি টাকা ব্যয় করা হচ্ছে।

পরিদর্শনকালে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব কুমার ত্রিপুরা জানান, এই প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি পূর্বে কলকাতায় গিয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর মতে, এই প্রযুক্তি ব্যবহারের ফলে রাস্তার গুণগত মান বৃদ্ধি পাবে এবং রাস্তাটি দীর্ঘমেয়াদি হবে।

এদিকে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, বাম আমলে এই এলাকার মানুষ যাতায়াত ও পানীয় জলের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতেন। বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় এলাকায় একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande