আসছেন আরও ১২ কেন্দ্রীয় পর্যবেক্ষক, ফাঁপড়ে রাজ্যের ভোটকর্তারা
কলকাতা, ২০ জানুয়ারি (হি. স. ) : নির্বাচন কমিশন ও রাজ্যের সংঘাত তুঙ্গে ৷ রাজ্য সচিবালয় নবান্নকে কার্যত অন্ধকারে রেখেই একতরফাভাবে রাজ্যের ১২ জন আইএএস অফিসারকে ইলেক্টোরাল রোল অবজার্ভার বা নির্বাচনী তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
আসছেন আরও ১২ কেন্দ্রীয় পর্যবেক্ষক, ফাঁপড়ে রাজ্যের ভোটকর্তারা


কলকাতা, ২০ জানুয়ারি (হি. স. ) : নির্বাচন কমিশন ও রাজ্যের সংঘাত তুঙ্গে ৷ রাজ্য সচিবালয় নবান্নকে কার্যত অন্ধকারে রেখেই একতরফাভাবে রাজ্যের ১২ জন আইএএস অফিসারকে ইলেক্টোরাল রোল অবজার্ভার বা নির্বাচনী তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ফাঁপড়ে রাজ্যের ভোটকর্তারা।

মঙ্গলবার এক ভোটকর্তা এই প্রতিবেদককে বলেন, “এমনিতেই আমরা এসআইআর সংশ্লিষ্ট প্রক্রিয়ায় প্রচণ্ড চাপে আছি। তার ওপর রবিবার জাতীয় ভোটার দিবসের আয়োজন। সে তুলনায় লোকলস্কর নেই। পর্যবেক্ষকদের বিমানবন্দর থেকে আনা, হোটেলের ব্যবস্থা করা, শহরে যাতায়তের গাড়ি বরাদ্দ সব সিইও অফিসকেই করতে হবে। এত সব কে, কীভাবে করবেন? সংশ্লিষ্ট জেলাশাসকদের এই দায়িত্ব

নবান্ন-র এক আধিকারিক বলেন, তাঁদের না জানিয়ে কমিশনের এই পদক্ষেপে ক্ষুব্ধ রাজ্য সরকার৷ সাধারণত নির্বাচনের সময় বা ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে অফিসারদের নামের তালিকা বা প্যানেল চাওয়া হয়। সেই তালিকা থেকেই বেছে নেওয়া হয় পর্যবেক্ষকদের। এটিই দীর্ঘদিনের প্রশাসনিক রীতি ও সৌজন্য। কিন্তু এবার সেই প্রথাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাজ্যকে না জানিয়েই সরাসরি আমলাদের নিয়োগপত্র পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande