সাইনা নেহওয়াল অবসরের কথা নিশ্চিত করেছেন
নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : দীর্ঘস্থায়ী হাঁটুর সমস্যার কারণে গত দুই বছর ধরে খেলার বাইরে থাকা ট্রেলব্লেজার ভারতীয় শাটলার সাইনাসের নেহওয়াল প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে অবসরের বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করে বলেছেন, তার শরীর আর অভিজা
সাইনা নেহওয়াল অবসরের কথা নিশ্চিত করেছেন


নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : দীর্ঘস্থায়ী হাঁটুর সমস্যার কারণে গত দুই বছর ধরে খেলার বাইরে থাকা ট্রেলব্লেজার ভারতীয় শাটলার সাইনাসের নেহওয়াল প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে অবসরের বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করে বলেছেন, তার শরীর আর অভিজাত খেলার শারীরিক চাহিদা মেটাতে পারছে না।

২০১২ সালের লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী শেষবার ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন কিন্তু সেই সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি।

আমি দুই বছর আগে খেলা বন্ধ করে দিয়েছিলাম। আমার আসলে মনে হয়েছিল যে আমি নিজের শর্তে খেলায় প্রবেশ করেছি, তাই এটি ঘোষণা করার কোনও প্রয়োজন ছিল না, সাইনা একটি পডকাস্টে বলেছেন।

প্রাক্তন বিশ্ব নম্বর ১ বলেছেন যে তার হাঁটুর তীব্র অবক্ষয়ের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, যার ফলে উচ্চ-তীব্রতার প্রশিক্ষণ অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande