
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মঙ্গলবার সকালে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই। যাবতীয় নথি নিয়ে শুনানি কেন্দ্রে যান তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির নোটিস আগেই পেয়েছিলেন শামি।
নির্বাচন কমিশন সূত্রে খবর, শামির এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় একাধিক তথ্য ছিল না। তাই নির্দিষ্ট নথি নিয়ে নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। তবে শামি জানিয়েছিলেন, তিনি রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলতে ব্যস্ত, ফেরার পর হাজিরা দেবেন তিনি। সেই মতো মঙ্গলবার সকালে শামি বিক্রমগড়ের কাটজুনগরে স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছে যান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ