বিজেপির বাংলা নীতি নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা, বিনপুরে জনসভা
ঝাড়্গ্রাম, ২০ জানুয়ারি (হি.স.) : তৃণমূল সাংসদ সায়নী ঘোষ মঙ্গলবার বিনপুর বিধানসভার পড়িহাটিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বাংলার জন্য বিজেপি কী করেছে? আজ বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলা হচ্ছে। ‘সবকা সাথ, সবক
বাংলার জন্য কি করেছে বিজেপি


বাংলার জন্য কি করেছে বিজেপি


ঝাড়্গ্রাম, ২০ জানুয়ারি (হি.স.) : তৃণমূল সাংসদ সায়নী ঘোষ মঙ্গলবার বিনপুর বিধানসভার পড়িহাটিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বাংলার জন্য বিজেপি কী করেছে? আজ বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলা হচ্ছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানটি আসলে আম্বানি-আদানির বিকাশ এবং গণতন্ত্রের অবনতি ছাড়া আর কিছু নয়। বাংলা আমাদের, বাংলার মাটি আমাদের—এখানে খেলা হবে। বাংলাকে মধ্যপ্রদেশ, বিহার বা উত্তরপ্রদেশ ভাববেন না। যারা রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায় বা স্বামী বিবেকানন্দ সম্পর্কে ভুল তথ্য প্রচার করে, তাদের হাতে বাংলা নিরাপদ নয়।”

​তিনি আরও অভিযোগ করেন, “আপনারা বাংলার আটকে রাখা প্রায় ২ লক্ষ কোটি টাকা ফেরত দিন। ১০০ দিনের কাজ, মিড-ডে মিল, আবাস যোজনা এবং রাস্তার টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার বিজেপিকে কে দিয়েছে? বাংলায় কাজ হবে, টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কৃতিত্ব নেবেন নরেন্দ্র মোদী—এটা হতে দেওয়া হবে না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে মা-বোনেদের আর্থিক সুরক্ষা দিচ্ছেন, সেখানে বিজেপি ধর্মের নামে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের ধর্মের পাঠ শেখাতে আসবেন না।”

​এদিনের এই সভায় চারজন নির্দল পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন সাংসদ কালীপদ সোরেন, মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো, জেলা তৃণমূলের চেয়ারপার্সন বীরবাহা সোরেন টুডু, জেলা তৃণমূলের সহ-সভাপতি দুর্গেশ মল্লদেব এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান উজ্জ্বল দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande