গ্রেটার নয়ডায় তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটির
নয়ডা, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর ১৫০-তে জলভরা গভীর গর্তে গাড়িসহ ডুবে তথ্য প্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার (২৭) মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি। মঙ্গলবার মিরাট জোনের অতিরিক্ত ডিজিপি ভানু ভাস
গ্রেটার নয়ডায় তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটির


নয়ডা, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার সেক্টর ১৫০-তে জলভরা গভীর গর্তে গাড়িসহ ডুবে তথ্য প্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার (২৭) মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি। মঙ্গলবার মিরাট জোনের অতিরিক্ত ডিজিপি ভানু ভাস্করের নেতৃত্বে কমিটি সোমবার নয়ডা উন্নয়ন কর্তৃপক্ষের দফতরে গিয়ে প্রকল্প সংক্রান্ত নথি খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে। কমিটির সদস্যরা মৃত যুবরাজের পরিবারের সঙ্গেও দেখা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলারও কথা রয়েছে।

এ ঘটনায় সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাঁচ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই নয়ডা উন্নয়ন কর্তৃপক্ষের সিইও লোকেশ এম-কে পদ থেকে সরানো হয়েছে। যুবরাজের বাবার অভিযোগের ভিত্তিতে দুই বিল্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের চরম গাফিলতির জেরেই এই দুর্ঘটনা।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে যুবরাজ বুঝতে পারেননি রাস্তার পাশে নিকাশি নালা রয়েছে। অফিস থেকে ফেরার পথে নিকাশি নালা পার হওয়ার সময় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জলভরা একটি গভীর গর্তে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ বছর বয়সী তথ্যপ্রযুক্তি কর্মী যুবরাজ মেহতার। রবিবার উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছালেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande