ধনুষ যজ্ঞ প্রসঙ্গে মোহিত শ্রোতারা, রামকথায় ফুটে উঠল সনাতন সংস্কৃতির মাহাত্ম্য
মির্জাপুর, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার জামালপুর এলাকার গৌরী গ্রামে আয়োজিত মঙ্গলবার পাঁচদিনের সঙ্গীতময় শ্রীরাম কথার সমাপ্তি দিনে ভক্তি ও আবেগে ভরে ওঠে গোটা প্রাঙ্গণ। বৃন্দাবন থেকে আগত কথাবাচিকা পণ্ডিত রশ্মি মিশ্র ধনুষ যজ্ঞ ও
ধনুষ যজ্ঞ প্রসঙ্গে মোহিত শ্রোতারা, রামকথায় ফুটে উঠল সনাতন সংস্কৃতির মাহাত্ম্য


মির্জাপুর, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার জামালপুর এলাকার গৌরী গ্রামে আয়োজিত মঙ্গলবার পাঁচদিনের সঙ্গীতময় শ্রীরাম কথার সমাপ্তি দিনে ভক্তি ও আবেগে ভরে ওঠে গোটা প্রাঙ্গণ। বৃন্দাবন থেকে আগত কথাবাচিকা পণ্ডিত রশ্মি মিশ্র ধনুষ যজ্ঞ ও পরশুরাম সংলাপের হৃদয়স্পর্শী ব্যাখ্যার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করেন। ‘জয় শ্রীরাম’ ও ‘রাধে রাধে’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে কথামণ্ডপ।

কথায় তিনি বলেন, রামনাম মানবজীবনের কল্যাণের পথপ্রদর্শক এবং সমাজে সদ্ভাব ও সংস্কার গড়ে তোলে। শিক্ষা ছাড়া সংস্কৃতি ও মূল্যবোধের সংরক্ষণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। ধনুষ যজ্ঞ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, প্রকৃত শক্তি বাহুবলে নয়, বরং ধৈর্য, সংযম ও সত্যে নিহিত। পরশুরাম সংলাপের মাধ্যমে ভগবান শ্রীরামের ধৈর্য, ধর্ম ও মর্যাদাবোধকে বর্তমান সমাজের জন্য আদর্শ হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক প্রধান আনন্দ সিং বন্টু, গ্রামপ্রধান বিভা সিং, গুড্ডু সিং, রামবিলাস চৌবে, বাবলু চৌবে, হরিবংশ সিং, কিশোর সিং, প্রমোদ তিওয়ারি, দিনেশ যাদবসহ বহু ভক্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande