বসন্ত পঞ্চমীতে কাশী বিশ্বনাথের তিলকোৎসব
বারাণসী, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে তিলকোৎসব অনুষ্ঠিত হবে। তেধিনীমের ধর্মগুরুর আবাসে বাবার পঞ্চবদন রজত প্রতিমায় তিলকোৎসবের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। মঙ্গলবার জানা গেছে,
বসন্ত পঞ্চমীতে কাশী বিশ্বনাথের তিলকোৎসব


বারাণসী, ২০ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ২৩ জানুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে তিলকোৎসব অনুষ্ঠিত হবে। তেধিনীমের ধর্মগুরুর আবাসে বাবার পঞ্চবদন রজত প্রতিমায় তিলকোৎসবের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে।

মঙ্গলবার জানা গেছে, ২৩ জানুয়ারির সন্ধ্যায় সপ্তর্ষি আরতির আগে বৈদিক পদ্ধতিতে প্রতিমায় তিলকোৎসব সম্পন্ন হবে। একই সঙ্গে মা সরস্বতীর পুজো অনুষ্ঠিত হবে। ঐতিহ্য অনুযায়ী, হলুদ পোশাক, হলুদ পুষ্প ও হলুদের প্রাসাদ দিয়ে পুজো করলে বিদ্যা ও বুদ্ধি বৃদ্ধি পায়।

২০২৬ সালের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী ২৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হয়ে ২৪ জানুয়ারি (শনিবার) রাত ১:৪৬ পর্যন্ত চলবে। পুজোর শুভ মুহূর্ত (অভিজিত) দুপুর ১১:৫০ থেকে ১২:৪০ পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande