
ভোদোদরা, ২০ জানুয়ারি (হি.স.) :সোমবার ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে গুজরাট জায়ান্টসের বিপক্ষে ৬১ রানের জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬-এর প্লে-অফে যাওয়ার প্রথম দল হয়ে উঠেছে।
গৌতমী নায়েকের প্রথম ডব্লিউপিএল ফিফটির সুবাদে দল ছয় উইকেটে ১৭৮ রানের বিশাল সংগ্রহ অর্জন করে, এরপর বোলাররা এই বছরের প্রতিযোগিতা শুরুর পর থেকে টানা পঞ্চম জয় নিশ্চিত করতে সাহায্য করে।
২০২৫ মরসুমের শেষ ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে, আরসিবি এখন মহিলাদের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দীর্ঘতম জয়ের ধারার রেকর্ডটি ছয়টি করে দখল করেছে।
স্মৃতি মান্ধনার নেতৃত্বাধীন দল, যারা ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় সংস্করণ জিতেছিল, টেবিলের শীর্ষে থাকায় সরাসরি ফাইনালে ওঠার জন্য শীর্ষ অবস্থানে রয়েছে। ফাইনালে ওঠার জন্য তাদের শেষ তিনটি ম্যাচে মাত্র একটি জয়ের প্রয়োজন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি