মহিলা এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট শুরু ১৩ ফেব্রুয়ারি, ভারতের গ্রুপে আছে পাকিস্তান
ব্যাঙ্কক, ২০ জানুয়ারি (হি.স.) : থাইল্যান্ডের ব্যাংককে আগামী মাসের ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার এই ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৮ দলের টুর্নামেন্টে ভারত ও
মহিলা এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট শুরু ১৩ ফেব্রুয়ারি, ভারতের গ্রুপে আছে পাকিস্তান


ব্যাঙ্কক, ২০ জানুয়ারি (হি.স.) : থাইল্যান্ডের ব্যাংককে আগামী মাসের ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার এই ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৮ দলের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে।এই দুই দলের সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী।

আর বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রতি দলের ম্যাচ ৩টি করে।

গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের ২টি করে মোট ৪টি দল সেমিফাইনালে উঠবে। ২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপরা। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপরা। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande