বেলডাঙায় অশান্তি : কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): বেলডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় কেন্দ্রীয় সরকার যদি চায় তবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্ত করাতে পারে। এমনই জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচা
বেলডাঙার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা


কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): বেলডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় কেন্দ্রীয় সরকার যদি চায় তবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্ত করাতে পারে। এমনই জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে আরও বাহিনী চাইতে পারে রাজ্য। তাতে বাধা নেই। শুধু তাই নয়, বেলডাঙায় যাতে কারও জীবন, মর্যাদা এবং সম্পত্তি বিপন্ন না-হয় তার দায়িত্ব মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং জেলাশাসকের। রাজ্য সরকারকে এ ব্যাপারে ১৫ দিনের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। আদালতের আরও নির্দেশ, ওই এলাকায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে হবে রাজ্য সরকারকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande