
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২০ জানুয়ারি (হি.স.) : রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে বুদ্ধপাড়া সংলগ্ন রেল লাইনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শিলচর–আগরতলা ট্রেনটি চুড়াইবাড়ি স্টেশন ছেড়ে রওনা দেয়। ট্রেনটি আউট সিগন্যাল সংলগ্ন বুদ্ধপাড়া এলাকা দিয়ে অতিক্রম করার সময় রেল লাইনের ওপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। ট্রেনটি একাধিকবার লম্বা হর্ন বাজালেও ওই ব্যক্তি ট্র্যাক থেকে সরে যাননি। ফলে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় মৃত ব্যক্তির পা দু’টুকরো হয়ে যায়, মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে থেঁতলে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি চুড়াইবাড়ি রেল স্টেশন কতৃপক্ষকে জানানো হয়। পরে আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে ধর্মনগর রেল পুলিশকে অবহিত করে। স্থানীয় পুলিশের সহযোগিতায় রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগরে পাঠায়।
সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ