অষ্টম পে কমিশনের টার্মস অফ রেফারেন্সে পেনশন রিভিশনের দাবিতে ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরায় ধর্ণা
আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : তিন দফা দাবির ভিত্তিতে সারা দেশের সঙ্গে আন্দোলন আরও জোরদার করতে চলেছে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা। এরই অঙ্গ হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ধর্ণা কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার আগর
সাংবাদিক সম্মেলন


আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : তিন দফা দাবির ভিত্তিতে সারা দেশের সঙ্গে আন্দোলন আরও জোরদার করতে চলেছে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা। এরই অঙ্গ হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ধর্ণা কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান সংগঠনের রাজ্য শাখার আহ্বায়ক ডঃ ভূপাল সিনহা।

তিনি জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম পে কমিশন গঠন করেছে এবং এর টার্মস অফ রেফারেন্স প্রকাশ করেছে। কিন্তু ওই টার্মস অফ রেফারেন্সে পেনশনারদের পেনশন রিভিশন সংক্রান্ত কোনও স্পষ্ট উল্লেখ না থাকায় তীব্র আপত্তি জানিয়েছে পেনশনারদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অফ পেনশন অ্যাসোসিয়েশন এবং তার অন্তর্ভুক্ত ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের দাবি, অবিলম্বে পে কমিশনের টার্মস অফ রেফারেন্স সংশোধন করে তাতে পেনশনারদের পেনশন রিভিশনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই রিভিশন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করতে হবে। এই তিনটি দাবির ভিত্তিতেই সারা দেশে আন্দোলন সংগঠিত করা হচ্ছে বলে জানান ডঃ সিনহা।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য শাখা ইতিমধ্যেই স্বাক্ষর সংগ্রহ অভিযান চালিয়ে ৩৫০টি স্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর নিকট পাঠিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারির রাজ্যব্যাপী ধর্ণার পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে সংগঠনের দাবিগুলি তাদের অবহিত করা হবে। এরপর রাজ্য কনভেনশন আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

ডঃ ভূপাল সিনহা অভিযোগ করেন, অতীতে প্রতিবার পে কমিশন গঠনের সময় কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের পেনশন সংশোধনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হত। কিন্তু এবারের অষ্টম পে কমিশনে পুরনো পদ্ধতির পেনশনারদের বিষয়ে তেমন কোনও উল্লেখ নেই। তিনি আরও দাবি করেন, ২০২৫–২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটেই এর ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ওই বাজেটে ‘ভ্যালিডেশন অ্যাক্ট’ নামে একটি ক্লজ যুক্ত করে পেনশনারদের বিষয়ে মতামত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই পরিস্থিতিতে নিজেদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের পথেই এগোবে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন—এমনটাই স্পষ্ট করে দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande