
আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.) : ভাবি ভারতের জন্য প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরার ক্ষুদে বিজ্ঞানীরা। মঙ্গলবার রাজধানী আগরতলায় উমাকান্ত একাডেমী ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে রাজ্যের সমস্ত জেলা থেকে নির্বাচিত বিজ্ঞানভিত্তিক মডেল নিয়ে অংশগ্রহণ করেছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রদর্শনীতে উপস্থিত ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী মডেলের মাধ্যমে বিজ্ঞানের নানান দিক তুলে ধরেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দফতরের বিভিন্ন আধিকারিকসহ অন্যান্য অতিথিরা। মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাত্রছাত্রীদের প্রদর্শিত মডেলগুলি ঘুরে দেখেন এবং একাধিক শিক্ষার্থীর কাছে মডেলের কর্মপদ্ধতি ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানতে চান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই ধরনের বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ছাত্রছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা স্তর থেকে নির্বাচিত হয়ে রাজ্য স্তরে অংশগ্রহণ করা এই ইয়ং সাইন্টিস্টদের মডেল সত্যিই প্রশংসার দাবিদার। এর মাধ্যমে তারা ভাবি ভারতের জন্য নিজেদের প্রস্তুত করছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আরও বলেন, আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়তে পরিবেশ সংরক্ষণ অপরিহার্য। পরিবেশকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। তিনি সকলের প্রতি গাছ লাগানো ও গাছ রক্ষার আহ্বান জানান। মন্ত্রীর কথায়, এই গাছই পৃথিবীকে বসবাসযোগ্য করে তুলবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ