
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২০ জানুয়ারি (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় মঙ্গলবার ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইজিডিসি)-এর দুই সদস্যের প্রতিনিধি দল সফরে আসেন। সফরকালে তাঁরা গোমতী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির অধীনস্থ ইন্দো-জার্মান প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
সোমবার বিকাল নাগাদ প্রতিনিধি দলটি গণ্ডাছড়ায় পৌঁছান। মঙ্গলবার সকাল থেকেই আইজিডিসি-এর আর্থিক সহায়তায় গড়ে ওঠা বাঁশ বাগান, আম বাগান, আনারস বাগান-সহ একাধিক প্রকল্প ঘুরে দেখেন তাঁরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রইস্যাবাড়ী এলাকার তুইচাকমা অঞ্চলের বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করা হয়।
এদিন দুপুরের পর প্রতিনিধি দলটি গণ্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর, জগবন্ধুপাড়া এবং প্রত্যন্ত বিল্বরামপাড়ার বিভিন্ন প্রকল্পও ঘুরে দেখেন। বনকর্মীদের সহযোগিতা এবং প্রকল্পের উপভোক্তাদের সক্রিয় অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
গোমতী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির অধীন গণ্ডাছড়া বন দফতরের কাজকর্মে তাঁরা যথেষ্ট খুশি বলে জানা গেছে। বন দফতর সূত্রে খবর, বুধবার প্রতিনিধি দলটি ধলাই জেলার গঙ্গানগর ফরেস্ট রেঞ্জ-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শনে যাবেন।
প্রতিনিধি দলে ছিলেন এমটিআর টিম মেম্বার স্টিফেন সিয়েলিন, এমটিআর টিম মেম্বার মনিকা বসকো এবং ধলাই জেলার ডিএফও সংগীতা আভা কাতাল। এছাড়াও সংশ্লিষ্ট দফতরের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ