গাঁজা পাচার মামলায় সাসারাম থেকে আরও দুই অভিযুক্ত গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে সাত
বলরামপুর, ২১ জানুয়ারি (হি.স.): গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল বলরামপুর পুলিশ। বিহারের সাসারাম থেকে আরও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হল। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ট্র্যা
গাঁজা পাচার মামলায় সাসারাম থেকে আরও দুই অভিযুক্ত গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে সাত


বলরামপুর, ২১ জানুয়ারি (হি.স.): গাঁজা পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল বলরামপুর পুলিশ। বিহারের সাসারাম থেকে আরও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হল।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ট্র্যাক্টর-ট্রলির নিচে গোপন চেম্বারে লুকিয়ে ১২৫ কেজি গাঁজা পাচারের ঘটনায় এই চক্রের সন্ধান মেলে। ২০২৫ সালের ২৬ আগস্ট ওড়িশার বালাঙ্গির এলাকা থেকে গাঁজা নিয়ে বিহারের সাসারামের দিকে যাওয়ার সময় বলরামপুরের দলধাওয়া ঘাট এলাকায় ট্র্যাক্টরটি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেখান থেকেই গাঁজা উদ্ধার হয় ও চালককে গ্রেফতার করা হয়।

ঘটনার গুরুত্ব বুঝে সরগুজা রেঞ্জের আইজি-র নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সাইবার সেলের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে ধাপে ধাপে পাচারচক্রের সদস্যদের চিহ্নিত করা হয়। এর আগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার বিহারের সাসারাম থেকে গ্রেফতার করা হল গজেন্দ্র কুমার সিং ও ডব্লু কুমার প্রজাপতিকে। তাঁদের আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্র ওড়িশা থেকে গাঁজা সংগ্রহ করে বিহারে সরবরাহ করত। তদন্ত এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande