
ডিফু (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা কারবি আংলঙের প্রত্যন্ত দিসামা গ্রামে একটি কুয়ো খনন করতে গিয়ে তিন দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার ঘটনার খবর প্রকাশ্যে আসলে জানা গেছে, গতকাল মঙ্গলবার গ্রামে একটি কুয়ো খননে নিয়োজিত ছিলেন তিসং তেরন, বংথারবের হবি তেরন এবং লংসদাব তেরন। কিন্তু সন্ধ্যার দিকে তাঁরা কুয়ো থেকে উঠছেন না দেখে তোড়জোড় শুরু হয়। খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্মীরা। রাতের দিকে এসডিআরএফ-কৰ্মীরা কুয়ো থেকে তিন শ্রমিককে উদ্ধার করেন। উদ্ধারকৃত শ্রমিকদের দ্রুত ডিফু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষা করে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে পুলিশের তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, কুয়োয় অক্সিজেনের অভাবে তিন শ্ৰমিক তিসং তেরন, বংথারবের হবি তেরন এবং লংসদাব তেরনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এদিকে কারবি আংলং জেলা প্রশাসন এই দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং নিরাপত্তাবিধি লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস