শ্রম কোড বাতিল ও ১০০ দিনের কাজ চালুর দাবিতে বাঁকুড়ায় গণ-ডেপুটেশন
বাঁকুড়া, ২১ জানুয়ারি (হি.স.): শ্রমিকদের অধিকার রক্ষা, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু সহ একাধিক দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের কাছে গণ-ডেপুটেশন জমা দিল বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠন। বুধবার সিআইটিইউ, কৃষক সমিতি, ক্ষেতমজুর ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন
শ্রম কোড বাতিল ও ১০০ দিনের কাজ চালুর দাবিতে বাঁকুড়ায় গণ-ডেপুটেশন


বাঁকুড়া, ২১ জানুয়ারি (হি.স.): শ্রমিকদের অধিকার রক্ষা, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু সহ একাধিক দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের কাছে গণ-ডেপুটেশন জমা দিল বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠন। বুধবার সিআইটিইউ, কৃষক সমিতি, ক্ষেতমজুর ফেডারেশন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে এই কর্মসূচিতে শামিল হন জেলার সর্বস্তরের শ্রমজীবী মানুষ।

ডেপুটেশনের দাবিগুলির মধ্যে ছিল— আদালতের রায় মেনে রাজ্যে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা, শ্রমিক-বিরোধী চারটি শ্রম কোড বাতিল, ভিবি-জি রাম জি আইন বাতিল, কৃষকদের ফসলের লাভজনক দর নিশ্চিত করা, পাট্টাদারদের জমির পাট্টা প্রদান এবং এস আই আর প্রকল্পের নামে দলিত, জনজাতি ও সংখ্যালঘু সহ সর্বস্তরের শ্রমজীবীদের হয়রানি বন্ধ করা।

কর্মসূচির শুরু হয় তামলীবাঁধ ময়দান থেকে। সেখান থেকে মিছিল শহরের প্রাণকেন্দ্র মাচানতলা পরিক্রমা করে জেলা কালেক্টরেটের দিকে এগোলে পুলিশ কালেক্টরেটের মুখে মিছিলটি আটকায়। এরপর মিছিলকারীরা সেখানেই রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ শুরু করেন।

সৌমেন্দু মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সাগর বাদ্যকর, অভয় মুখার্জী ও অজিত পতি। বক্তারা জানান, এই দাবিগুলির সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশের শ্রমিক সংগঠনগুলি যে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে, সংযুক্ত কিসান মোর্চাও তা সমর্থন করেছে। তবে ওই দিন মাধ্যমিক পরীক্ষা থাকায় পশ্চিমবঙ্গে সাধারণ ধর্মঘটের পরিবর্তে শিল্প ধর্মঘট পালন করা হবে এবং পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরিবহন পরিষেবাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande