বৈঠকের পর অবস্থান প্রত্যাহার, আশা-কর্মীরা ‘কর্মবিরতি’ চালিয়ে যাবেন
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : বুধবার বিকেলে কলকাতা পুরসভার সামনের অবস্থান প্রত্যাহার করেন আশা (অ্যাক্রেডিটেড সোস্যাল হেল্থ অ্যাক্টিভিস্ট) কর্মীরা। সেই সঙ্গে, স্বাস্থ্যভবন চত্বরে বিক্ষুব্ধদের একাংশের অবস্থান চলছে বলে খবর পাওয়া যায়। তবে কর্মবিরতি চ
আশা কর্মীদের মিছিল


কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : বুধবার বিকেলে কলকাতা পুরসভার সামনের অবস্থান প্রত্যাহার করেন আশা (অ্যাক্রেডিটেড সোস্যাল হেল্থ অ্যাক্টিভিস্ট) কর্মীরা। সেই সঙ্গে, স্বাস্থ্যভবন চত্বরে বিক্ষুব্ধদের একাংশের অবস্থান চলছে বলে খবর পাওয়া যায়। তবে কর্মবিরতি চলবে বলেই সাফ জানালেন আশাকর্মীরা।

স্বাস্থ্যভবন অভিযানে বাধা পেয়ে কলকাতা পুরসভার সামনে-সহ একাধিক জায়গায় অবস্থানে বসেছিলেন তাঁরা। তা নিয়ে দুপুর থেকে উত্তপ্ত কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। স্বাস্থ্যভবন চত্বর-সহ একাধিক জায়গায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

নূন্যতম বেতন পনরো হাজার করার দাবিতে পথে নামেন আশা কর্মীরা।হাওড়া-শিয়ালদহ-ধর্মতলা হয়ে তাঁরা বিশাল মিছিল করে আসেন স্বাস্থ্য ভবনের দিকে। বেগুনি শাড়ির এই মিছিলে স্তব্ধ হয়ে যায় নগরী। কলকাতা পুলিশের ট্রাফিক সূত্রে খবর, কোনও রাস্তাই বন্ধ করা হয়নি। তবে কিছু-কিছু জায়গা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande