বিক্ষোভ চলাকালীন অসুস্থ এক আশা কর্মী
কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): বিক্ষোভ চলাকালীন বন্দনা সোম নামে এক আশা কর্মী অসুস্থ হয়ে পড়লেন। তিনি গুড়াপ থেকে এসেছিলেন। এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় স্বাস্থ্য ভবনের কাছে। এর আগে উঁচু ব্যারিকেডের উপরে উঠে পড়েছিলেন কয়েক জন আশা কর্মী। তাঁদের স
বিক্ষোভ চলাকালীন অসুস্থ এক আশা কর্মী


কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.): বিক্ষোভ চলাকালীন বন্দনা সোম নামে এক আশা কর্মী অসুস্থ হয়ে পড়লেন। তিনি গুড়াপ থেকে এসেছিলেন। এই ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় স্বাস্থ্য ভবনের কাছে। এর আগে উঁচু ব্যারিকেডের উপরে উঠে পড়েছিলেন কয়েক জন আশা কর্মী। তাঁদের সেখান থেকে পুলিশ নামাতে গেলে এক দফা উত্তেজনা ছড়ায়। পুলিশ শেষ পর্যন্ত তাঁদের সেখান থেকে নামাতে সমর্থ হয়। তার পরে ফের ছড়ায় উত্তেজনা। এর পরে অসুস্থ হয়ে পড়েন বন্দনা সোম নামে ওই আশা কর্মী। আশা কর্মীদের একাংশের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরেই বন্দনা অসুস্থ হয়ে পড়েন। যদিও ধাক্কাধাক্কির অভিযোগ মানতে নারাজ পুলিশ। জানা গেছে, পুলিশের গাড়িতে তুলেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই আশা কর্মীকে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande