পাঁশকুড়া স্টেশন থেকে ৫০ জনের বেশি আশা কর্মী আটক
পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি (হি.স.): আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ব্যর্থ করতে পাঁশকুড়া স্টেশন থেকে ৫০ জনের বেশি আশা কর্মীকে বুধবার আটক করল পাঁশকুড়া জিআরপি থানার পুলিশ। এর প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান আশা কর্মীরা। অভিযোগ, আশা কর্মীদের পোশাক
পাঁশকুড়া স্টেশন থেকে ৫০ জনের বেশি আশা কর্মী আটক


পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি (হি.স.): আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ব্যর্থ করতে পাঁশকুড়া স্টেশন থেকে ৫০ জনের বেশি আশা কর্মীকে বুধবার আটক করল পাঁশকুড়া জিআরপি থানার পুলিশ। এর প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখান আশা কর্মীরা। অভিযোগ, আশা কর্মীদের পোশাক দেখেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। একই ভাবে কোলাঘাট স্টেশন ও মেচেদা স্টেশনেও আটকে দেওয়া হয় আশা কর্মীদের।

এদিকে, পুলিশি বাধা সত্ত্বেও আশা কর্মীদের একাংশ সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে পৌঁছে স্বাস্থ্য ভবনের কিছু আগে রাস্তায় বসে পথ অবরোধ করেন। দ্রুত সেখানে থাকা বিধাননগর পুলিশ আশা কর্মীদের আটক করে বাসে তুলে দেয়। শুরু হয় ধস্তাধস্তি। সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশা কর্মীদের বাসে তুলে দিলেও ফের তাঁরা নেমে পড়েন। পুলিশ কয়েক জন আশা কর্মীকে বাসে তুলে অন্যত্র নিয়ে যায়। আশা কর্মীদের অভিযোগ, স্বাস্থ্য দফতর থেকে এ দিন আসার জন্য বলা হয়েছিল। বৈঠক হওয়ার কথা ছিল। সেটুকু সময়ও দেওয়া হল না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande