
বাঁকুড়া, ২১ জানুয়ারি (হি.স.): আশা কর্মীরা বুধবার ডাক দিয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানের। উত্তরববঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকে সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেন আশা কর্মীদের বড় অংশ। কিন্তু দিকে দিকে বাধা পুলিশের, অভিযোগ এমনই। সকালে বাঁকুড়া স্টেশনে কলকাতার ট্রেন ধরতে আসা আশা কর্মীদের পুলিশ স্টেশনে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে নিয়েও যায় পুলিশ। মাসিক ভাতা বৃদ্ধি সহ নিজেদের বেশ কিছুর দাবির ভিত্তিতে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যে কর্মরত আশা কর্মীদের একটা বড় অংশ। এ দিন কলকাতায় স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে তাঁদের ডেপুটেশন দেওয়ার কথা। সেই ডেপুটেশনে যোগ দিতেই এদিন সকালে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার চেষ্টা করেন বাঁকুড়ায় কর্মরত আশা কর্মীদের একাংশ। কলকাতাগামী আশা কর্মীদের আটকাতে এদিন ভোর থেকেই বাঁকুড়া স্টেশনে মোতায়েন ছিল বিপুল সংখ্যক মহিলা পুলিশ। আশা কর্মীরা বাঁকুড়া স্টেশনে পৌঁছতেই আশা কর্মীদের ঘিরে ধরে ট্রেন ধরতে বাধা দেয় মহিলা পুলিশ। বেশ কয়েকজন আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। কেউ বাঁকুড়ার জয়পুর ব্লক কেউবা কোতুলপুর ব্লক থেকে লুকিয়ে গোঘাট স্টেশনে গিয়ে ট্রেনে করে যাত্রা করেন কলকাতার উদ্দেশে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ