বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে বসে বিক্ষোভ আশা কর্মীদের
উত্তর ২৪ পরগনা, ২১ জানুয়ারি (হি.স.): স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পুলিশ পথ আটকানোয় উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামনপুকুরে বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে বসে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। পুলিশ ও আশা কর্মী দু''পক্ষের মধ্যে বচসা হয়। আশা কর্মীদের অভিযোগ,
বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে বসে বিক্ষোভ আশা কর্মীদের


উত্তর ২৪ পরগনা, ২১ জানুয়ারি (হি.স.): স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পুলিশ পথ আটকানোয় উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামনপুকুরে বাসন্তী এক্সপ্রেসওয়ের উপরে বসে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। পুলিশ ও আশা কর্মী দু'পক্ষের মধ্যে বচসা হয়। আশা কর্মীদের অভিযোগ, কর্মসূচি বানচাল করতে পুলিশ পথ আটকায়। বাদুড়িয়া, স্বরূপনগরেও ওই কর্মসূচিতে যাওয়ার সময় আশা কর্মীদের গাড়ি পুলিশ আটকায় বলে অভিযোগ। এক সহকর্মীকে পুলিশ আটক করার প্রতিবাদে হিঙ্গলগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

প্রসঙ্গত, আশা কর্মীরা স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, দ্রুত বকেয়া উৎসাহ ভাতা দেওয়া, মৃত্যু হলে তাঁদের এককালীন ক্ষতিপূরণ-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে তাঁদের কর্মবিরতি পালন করছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande