রাসবিহারী বসুর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহের
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাসবিহারী বসুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে অমিত শাহ বলেন, গদর আন্দোলন থেকে শুরু করে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা পর্
রাসবিহারী বসুর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহের


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ রাসবিহারী বসুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে অমিত শাহ বলেন, গদর আন্দোলন থেকে শুরু করে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা পর্যন্ত, রাসবিহারী বসু ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন দিশা প্রদান করেছিলেন। ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগ’-এর মাধ্যমে তিনি বিদেশে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পক্ষে সমর্থন ও সম্পদ সংগ্রহ করে স্বাধীনতার সংগ্রামকে আরও বিস্তৃত ও সুদৃঢ় করেছিলেন।

ভারত মাতার বীর সন্তান বিপ্লবী রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande