
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মণিপুর রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, মণিপুরের ভাই ও বোনেদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই। এই রাজ্যে প্রাণবন্ত সংস্কৃতি রয়েছে এবং প্রতিভাবান নাগরিকরা রাজ্যের বাসিন্দা। মণিপুর আমাদের সকলের গর্বের। আগামীদিনে এই রাজ্য উন্নতির নতুন উচ্চতায় পৌঁছাক, সেই কামনাই করি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ