আমজনতার জন্য রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান খুলছে ৩ ফেব্রুয়ারি থেকে
নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান এবছর আমজনতার জন্য খোলা থাকবে ৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত। সপ্তাহে ৬ দিন এই উদ্যান ঘুরে দেখা যাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত| তবে প্রবেশ পথ বন্ধ হবে বিকেল ৫টা ১৫-য়। রক্ষণা
অমৃত উদ্যান


নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান এবছর আমজনতার জন্য খোলা থাকবে ৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত। সপ্তাহে ৬ দিন এই উদ্যান ঘুরে দেখা যাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত| তবে প্রবেশ পথ বন্ধ হবে বিকেল ৫টা ১৫-য়। রক্ষণাবেক্ষণের জন্য সোমবার অমৃত উদ্যানের দরজা বন্ধ থাকবে। এছাড়া ৪ মার্চ হোলি উপলক্ষ্যেও বন্ধ থাকবে এই উদ্যান। এখানে কোনও প্রবেশ মূল্য নেই। এই ওয়েবসাইটে (https://visit.rashtrapatibhavan.gov.in/) প্রবেশপত্র পাওয়া যাবে। এছাড়াও প্রবেশ পথের কাছেই থাকছে সেল্ফ-সার্ভিস ভিজিটার্স রেজিস্ট্রেশন কিয়স্ক। প্রবেশ ও প্রস্থান হবে রাষ্ট্রপতি ভবনের ৩৫ নম্বর গেট দিয়ে| যেখানে নর্থ অ্যাভিনিউ এসে মিলেছে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ৩০ মিনিটের ব্যবধানে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে ৩৫ নম্বর গেট পর্যন্ত বাস পরিষেবা মিলবে। এই বাসগুলিতে “শাটল সার্ভিস ফর অমৃত উদ্যান” লেখা ব্যানার টাঙানো থাকবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande