এআর রহমানের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া অনুপ জলোটার, ধর্ম নিয়ে দিলেন বিতর্কিত পরামর্শ
মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.): প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর. রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ গায়ক অনুপ জলোটা। একটি ভিডিও বার্তায় জলোটা জানান, তিনি রহমানের এই মূল্যায়নের সঙ্গে একমত হতে পারছেন না। ​জলোট
অণুপ জলোটার প্রতিক্রিয়া, এআর রহমানকে পরামর্শ “পুনরায় হিন্দু ধর্ম গ্রহণের চিন্তা করুন”


মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.): প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর. রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ গায়ক অনুপ জলোটা। একটি ভিডিও বার্তায় জলোটা জানান, তিনি রহমানের এই মূল্যায়নের সঙ্গে একমত হতে পারছেন না।

​জলোটা তাঁর বার্তায় উল্লেখ করেন যে, এ.আর. রহমান আগে হিন্দু ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চলচ্চিত্র জগতে তিনি বিপুল খ্যাতি ও সম্মান অর্জন করেছেন। জলোটার মতে, যদি রহমান মনে করেন যে তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে কাজে কোনও প্রভাব পড়ছে, তবে তাঁর বিষয়টি নিয়ে পুনরায় চিন্তাভাবনা করা উচিত। এমনকি রহমান চাইলে পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসার কথাও ভাবতে পারেন বলে মন্তব্য করেন জলোটা।

​উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ.আর. রহমান অভিযোগ করেছিলেন যে, গত আট বছরে সৃজনশীল নয় এমন কিছু সিদ্ধান্তের কারণে পেশাদার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, কোনও নির্দিষ্ট প্রোজেক্টের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করার পরেও পরবর্তীতে অন্য সঙ্গীতশিল্পীদের সেই কাজ দিয়ে দেওয়া হয়েছে। রহমানের এই বিস্ফোরক মন্তব্যের পর থেকেই চলচ্চিত্র ও সঙ্গীত জগতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande