কল্যাণীতে অনুষ্টুপ মজুমদারের ১০০ তম ম্যাচের আগে সংবর্ধনা বাংলার
কল্যাণী, ২১ জানুয়ারি (হি.স.) আগামীকাল থেকে কল্যাণীতে রঞ্জি ট্রফির খেলা। সার্ভিসেসের মুখোমুখি হতে চলেছে বাংলা। তবে, তার আগেই বাংলার নির্ভরযোগ্য ব্যাটিংয়ে অনুষ্টুপ মজুমদারের শততম প্রথম শ্রেণির ম্যাচ উপলক্ষে অনাড়ম্বর সংবর্ধনায় তাঁকে শুভেচ্ছা জানা
অনুষ্টুপ মজুমদারের ১০০ তম ম্যাচের আগে সংবর্ধনা


কল্যাণী, ২১ জানুয়ারি (হি.স.)

আগামীকাল থেকে কল্যাণীতে রঞ্জি ট্রফির খেলা। সার্ভিসেসের মুখোমুখি হতে চলেছে বাংলা। তবে, তার আগেই বাংলার নির্ভরযোগ্য ব্যাটিংয়ে অনুষ্টুপ মজুমদারের শততম প্রথম শ্রেণির ম্যাচ উপলক্ষে অনাড়ম্বর সংবর্ধনায় তাঁকে শুভেচ্ছা জানাল সিএবি। দলের প্রস্তুতিতে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে দিকেও বিশেষ নজর। এর ফলে বুধবার তা সম্পন্ন। এদিন অনুশীলনের শেষে সিএবি সচিব বাবলু কোলে অনুষ্টুপের হাতে তুলে দেন ‘১০০’ লেখা বিশেষ জার্সি। কোষাধ্যক্ষ সঞ্জয় দাস পরিয়ে দেন স্মারক টুপি। উপস্থিত ছিল বাংলা দলের সতীর্থরা। সিএবি-র প্রাক্তন সচিব তথা বর্তমান প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সতীর্থদের স্বাক্ষর করা জার্সিও উপহার পান অনুষ্টুপ।

বাবলু কোলে বলেন, ধারাবাহিকতা ও কামব্যাকের উদাহরণ অনুষ্টুপ। বাংলা দলের বিপদে এখনও তাঁর দিকেই তাকিয়ে থাকেন সবাই। রঞ্জি জয়ের ডাকও দেন সিএবি সচিব। সঞ্জয় দাস স্মরণ করান ‘ক্রাইসিস ম্যান’ অনুষ্টুপের অবদান। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ প্রশংসা করেন তাঁর ফিটনেস ও ম্যাচ উইনিং মানসিকতার।

মহম্মদ শামি, শাহবাজ আহমেদদের কথাতেও উঠে আসে অনুষ্টুপের অভিজ্ঞতা ও প্রভাব। আবেগাপ্লুত অনুষ্টুপ বলেন, সিএবি ও সতীর্থদের আস্থা তাঁকে এত দূর পৌঁছে দিয়েছে। শততম ম্যাচের আগে এই সংবর্ধনা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande