কোকরাঝাড়ে সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ, পরিস্থিতি নিয়ন্ত্রণে
কোকরাঝাড় (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : কোকরাঝাড় জেলায় অশান্তি সৃষ্টিকারীদের দমন করতে সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ করছে ভারতীয় সেনাবাহিনী। এমনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ ও নিরাপত্তা
কোকরাঝাড়ে সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ


সংবেদনশীল এলাকায় মোতায়েন ভারতীয় সেনা


কোকরাঝাড় (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : কোকরাঝাড় জেলায় অশান্তি সৃষ্টিকারীদের দমন করতে সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ করছে ভারতীয় সেনাবাহিনী। এমনিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এর পরও অধিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ বুধবার সংবেদনশীল এলাকাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ করানো হয়েছে।

জেলা প্রশাসনের আধিকারিক সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ফ্ল্যাগ মার্চ গতকালের সহিংস জর্জরিত এলাকা কারিগাঁও, আওডাং বাজার এবং মাসিং রোড সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ফ্ল্যাগমার্চের উদ্দেশ্য, স্থানীয় মানুষজনকে আশ্বস্ত করা যে, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। সূত্রের বক্তব্য, জেলায় বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনার ফ্ল্যাগমার্চ একটি বিস্তৃত সতর্কতামূলক কৌশলের অংশ।

মানবিক ও প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসন আওডাং বাজার, কারিগাঁও বাজার এবং কারিগাঁও প্রাথমিক বিদ্যালয়ে তিনটি অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করেছে। সরকারি সূত্র আরও জানিয়েছে, বড়ো সম্প্রদায়ভুক্ত সদস্যদের আওডাং বাজারের শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। অন্যদিকে সাঁওতাল পরিবারগুলিকে কারিগাঁওয়ের শিবিরগুলিতে রাখা হয়েছে।

এখন পর্যন্ত প্রায় এক হাজার দুশো (১,২০০) জন এই অস্থায়ী আশ্রয়শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন। শিবিরগুলিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে, জানিয়েছে আধিকারিক সূত্র।

শান্তি বজায় রাখা এবং কোনও ধরনের অশান্তি প্রতিরোধ করতে কারিগাঁও এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী, অসম পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং র্যা পিড অ্যাকশন ফোর্স (আরএএফ বা রেফ)। স্পর্শকাতর এলাকাগুলিতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সাধারণ এবং পুলিশ প্রসাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখছেন।

এদিকে কোকরাঝাড়ের আইজিপি (বর্ডার) বিবেকরাজ সিং জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রতিবেশী চিরাং জেলায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, কোকরাঝাড় জেলায় চারটি সেনা কলাম মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কারিগাঁও ও সংলগ্ন এলাকায় পুলিশ প্রশাসনের সঙ্গে যৌথভাবে টহল দিয়েছে সেনাবাহিনী। জনগণের আস্থা ফেরাতে আজ বুধবার ফ্ল্যাগ মার্চ করানো হয়েছে।

তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন, যাতে জেলায় শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় থাকে।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর বার্ষিক সম্মেলনে অবস্থানকারী অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা গতকাল তাঁর এক্স হ্যান্ডলে এক পোস্টে লিখেছিলেন, প্রয়োজনে সেনা মোতায়েনের সব ব্যবস্থা প্রস্তুত। সহিংসতার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রেপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে। এক্স-এ মুখ্যমন্ত্রী সমাজের সকল স্তরের মানুষের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande