আশাকর্মীদের সমাবেশে গিয়ে বিজেপি-র লকেটকে শুনতে হল ‘গো ব্যাক’ ধ্বণি
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : বুধবার আশাকর্মীদের মিছিলে শামিল হতেই বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের মিছিলে কোনও রাজনৈতিক রং লাগতে দেবেন না। মাসিক ভাতা বৃদ
আশাকর্মীদের সমাবেশে গিয়ে বিজেপি-র লকেটকে শুনতে হল ‘গো ব্যাক’ ধ্বণি


কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : বুধবার আশাকর্মীদের মিছিলে শামিল হতেই বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের মিছিলে কোনও রাজনৈতিক রং লাগতে দেবেন না।

মাসিক ভাতা বৃদ্ধি-সহ আটদফা দাবিপূরণে পূর্বঘোষণামতো বুধবার স্বাস্থ্যভবন অভিযানে নেমেছেন আশাকর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের মিছিল শুরু হয়েছে সল্টলেকের দিকে। পুলিশও নিরাপত্তার স্বার্থে তাঁদের বাধা দিয়েছে।

শিয়ালদহ, ধর্মতলার কাছে আশাকর্মীদের মিছিলে অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আর এই পরিস্থিতেই কিছু অনুগামীকে নিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন লকেট।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande