
দুর্গাপুর, ২১ জানুয়ারি (হি.স.): দুর্গাপুরের লাউদোহার জেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তারের খাঁচার ডাস্টবিন বসানোকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি।
জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অধীন কালীগঞ্জ মোড়ে সম্প্রতি প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য একটি তারের খাঁচার ডাস্টবিন বসানো হয়। ২০২৫–২৬ অর্থবছরে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে এই ডাস্টবিন বসানো হয়েছে বলে বোর্ডে উল্লেখ রয়েছে। বোর্ডে লেখা আছে, ‘মোট আনুমানিক খরচ ২ লক্ষ টাকা’—তবে প্রকৃত খরচের জায়গাটি ফাঁকা রাখা হয়েছে।
এই বোর্ড সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে। সাধারণ একটি তারের খাঁচার ডাস্টবিনের জন্য দুই লক্ষ টাকা খরচ কীভাবে সম্ভব, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয়দের একাংশের দাবি, বাজারদর অনুযায়ী এ ধরনের খাঁচা তৈরিতে সর্বাধিক ২০ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়।
এই ঘটনায় বিজেপির স্থানীয় নেতৃত্ব দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে। বিজেপির দাবি, প্রকৃত খরচের তুলনায় অতিরিক্ত টাকা দেখিয়ে বিল করা হয়েছে এবং সেই টাকা কাটমানির মাধ্যমে তৃণমূলের ঘরে গেছে।
বুধবার অভিযোগের মুখে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের তরফে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ স্বাধীন ঘোষ জানান, বোর্ডে উল্লেখ করা দুই লক্ষ টাকার অঙ্কটি লেখার ভুল। প্রকৃত খরচের সঙ্গে এই অঙ্কের কোনও মিল নেই এবং বিষয়টি নজরে আসার পর সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্থানীয় বাসিন্দা ও বিরোধীরা। তাঁদের দাবি, পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা