
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স.) : হও রক্তদাতা, জয় করবে মানবতা—এই স্লোগানকে সামনে রেখে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী শনিবার, ২৪ জানুয়ারি আয়োজিত হতে চলেছে 'মেগা ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল-২০২৬'। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় উদ্বোধনের পর অনুষ্ঠানটি চলবে বিকেল ৪টে পর্যন্ত।
মূলত সর্বধর্ম সমন্বয়ের বার্তা প্রচার করতেই এই বিশেষ উদ্যোগ। এদিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অজিত বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, ফুটবলার ও ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য, অ্যাথলিট রহমতুল্লা, রোয়িং ফেডারেশনের পক্ষ থেকে শুভাশিস মুখোপাধ্যায় এবং সংগঠনের কোষাধ্যক্ষ চিন্ময় চট্টোপাধ্যায় ও তাপস চট্টোপাধ্যায় প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে কালীঘাটে এই রক্তদান কর্মসূচির সূচনা হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত