ছত্তিশগড়ে ৬০ হাজারের বেশি বিএপিএল রেশন কার্ড বাতিল
রায়পুর, ২১ জানুয়ারি (হি.স.) : ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্পের আওতায় ই-কেওয়াইসি যাচাইকরণ শুরু হতেই ছত্তিশগড়ে বড় পদক্ষেপ নিল খাদ্য দপ্তর। সরকারি তথ্যে অসংগতি মেলায় রাজ্যজুড়ে প্রায় ৬০ হাজারের বেশি বিপিএল রেশন কার্ড বাতিল করা হয়েছে। বু
ছত্তিশগড়ে ৬০ হাজারের বেশি বিএপিএল রেশন কার্ড বাতিল


রায়পুর, ২১ জানুয়ারি (হি.স.) : ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্পের আওতায় ই-কেওয়াইসি যাচাইকরণ শুরু হতেই ছত্তিশগড়ে বড় পদক্ষেপ নিল খাদ্য দপ্তর। সরকারি তথ্যে অসংগতি মেলায় রাজ্যজুড়ে প্রায় ৬০ হাজারের বেশি বিপিএল রেশন কার্ড বাতিল করা হয়েছে।

বুধবার খাদ্য দফতর সূত্রে জানানো হয়েছে, যাচাইকরণের সময় দেখা গেছে বাতিল হওয়া কার্ডধারীদের অনেকেই নিয়মিত আয়কর দেন অথবা তাঁদের বার্ষিক আয় দারিদ্রসীমার উপরে। বিশেষ করে যাঁদের বার্ষিক আয় বা লেনদেন ৬ লক্ষ টাকার বেশি, তাঁদের কার্ডগুলো চিহ্নিত করে বাতিল করা হয়েছে। শুধুমাত্র রায়পুর জেলাতেই প্রায় ১০ হাজার কার্ড বাতিল হয়েছে।

খাদ্য দফতর আরও জানিয়েছে, এই কার্ডধারীরা চাইলে বিপিএল-এর পরিবর্তে এপিএল বা সাধারণ শ্রেণির রেশন কার্ডের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। বর্তমানে রাজ্যে মোট ৮২ লক্ষ ৩৬ হাজারের বেশি রেশন কার্ডের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৩ লক্ষ মানুষ খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

---------------,

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande