
ঝাড়গ্রাম, ২১ জানুয়ারি (হি. স.) : সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবার ঝাড়গ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জেএম) আদালতে হাজির হলেন বিজেপি নেতা দিলিপ ঘোষ। ঝাড়গ্রাম থানা কেস নম্বর ১৬৮/১৬ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৫(সি), ৫০৬, ৫০৭ ও ১২০বি ধারায় মামলা চলছে। এই মামলায় শীঘ্রই সাক্ষ্যগ্রহণ হয়।উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফে ঝাড়গ্রাম থানায় দিলিপ ঘোষ ও তুষার ঘোষের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। এতদিন বিধাননগরের এমপি-এমএলএ স্পেশাল কোর্টে মামলার শুনানি চলছিল। সেখানে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর মামলাটি ঝাড়গ্রাম জেএম আদালতে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে মামলার সঙ্গে ২৫/২৭ আর্মস অ্যাক্ট যুক্ত থাকলেও পরবর্তীকালে পুলিশ জমা দেওয়া চার্জশিটে ওই ধারাগুলির উল্লেখ রাখা হয়নি।আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলিপ ঘোষ আশাকর্মীদের প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, “এভাবে আটকে রেখে রাজ্য সরকার বাঁচতে পারবে না। পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, সেটাও সফল হবে না।” পাশাপাশি সিএএ প্রসঙ্গে তিনি দাবি করেন, “হাজার হাজার মানুষ সিএএ-তে ফর্ম ফিলাপ করছেন। তাঁরা নাগরিকত্ব পাবেন।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়