পূর্ব মেদিনীপুরে পুলিশের বড় সাফল্য, গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
​পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে প্রায় ৪০ কেজি মাদক (গাঁজা) বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পু
পূর্ব মেদিনীপুরে পুলিশের বড় সাফল্য, গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার


​পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি (হি.স.): মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি থেকে প্রায় ৪০ কেজি মাদক (গাঁজা) বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের তমলুক আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, খড়গপুরের দিক থেকে একটি নীল রঙের গাড়িতে করে বিপুল পরিমাণ মাদক কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে জাতীয় সড়কের সিদ্ধা এলাকায় নাকা তল্লাশি শুরু করে। সন্দেহভাজন গাড়িটিকে আটকে তল্লাশি চালাতেই ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই গাঁজা উদ্ধার হয়। ওজন করার পর দেখা যায় সেখানে প্রায় ৪০ কেজি গাঁজা রয়েছে।

পুলিশ ঘটনাস্থলেই মাদক-সহ গাড়িটি বাজেয়াপ্ত করে এবং আরোহী দু’জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের তমলুক আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই কারবারে আর কারা জড়িত, তা জানতে তদন্ত জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande