
ধর্মনগর (ত্রিপুরা), ২১ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার অন্তৰ্গত ধর্মনগর মহকুমা প্রশাসনের তৎপরতায় একটি বাল্যবিবাহ বানচাল হয়ে গেছে। ঘটনা ধর্মনগরের পশ্চিম ইছাইলালছড়া এলাকার।
প্রাপ্ত খবরে প্রকাশ, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আজ বুধবার পশ্চিম ইছাইলালছড়া এলাকায় বাল্যবিবাহ-বিরোধী যৌথ অভিযান চালায় মহকুমার সাধারণ প্রশাসন, চাইল্ড লাইনের কর্মকর্তা এবং কদমতলা থানার পুলিশ। পশ্চিম ইছাইলালছড়া এলাকায় এক নাবালিকার বাল্যবিবাহের প্রস্তুতি যখন চলছিল তখন সংশ্লিষ্ট বাড়িতে হানা দেয় যৌথ অভিযানকারী দল।
বাল্যবিবাহের কুফল সম্পর্কে বাড়ির অভিভাবক ও সদস্যদের অবগত করে অভিযানকারী দল নাবালিকাটির বিয়ে বন্ধ করে দিয়েছে। প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয়দের উপস্থিতিতে নাবালিকার অভিভাবকের কাছ থেকে একটি লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় লেখা হয়েছে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর আইনি বিধিবলে সংশ্লিষ্ট অভিভাবক তাঁর মেয়েকে নির্ধারিত পাত্রের সঙ্গে বিয়ে দেবেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস