
হাইলাকান্দি (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : হাইলাকান্দির পেট্রোল পাম্পগুলিতে মিটার অনুযায়ী সঠিকভাবে পেট্রোল-ডিজেল দেওয়া হচ্ছে কিনা তা নিরূপণ করতে ওজন ও পরিমাপ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করে ডিডিসি নরসিং বে এই নির্দেশ দিয়েছেন। সভায় ডিজিটাল পাল্লা এবং দাঁড়িপাল্লারও সঠিক মাপ নিরূপণে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়েছে, কাটলিছড়ার রাঙ্গাবাকে নির্মীয়মাণ পলিটেকনিক ভবনের কাজ আগামী মাসের শেষে সম্পন্ন হবে। মোহনপুরের রণটিলায় ৩.১৩ কোটি টাকায় নির্মীয়মাণ ওয়ার মেমোরিয়াল সৌধের নির্মাণকাজ অক্টোবর মাসে শেষ হবে।
অনুষ্ঠিত সভায় সেরিকালচার বিভাগকে গ্রামোন্নয়ন বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে রেশমগুটি চাষে প্রকল্প হাতে নিতে বলা হয়। জেলায় স্কিল ট্রেনিঙের জন্য নির্মীয়মাণ আটটি জগন্নাথ কমিউনিটি হল-এর মধ্যে দুটির কাজ সম্পূর্ণ হলেও বাকি ছয়টির কাজ দ্রুত এগিয়ে চলছে বলে সভায় জানানো হয়।
জেলার সব বিভাগের পদস্থ আধিকারিকের উপস্থিতিতে বিভিন্ন বিভাগের রূপায়নযোগ্য প্রকল্পগুলির সমস্যা ও অগ্রগতি সভায় খতিয়ে দেখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস