
দুর্গাপুর, ২১ জানুয়ারি (হি.স.) : দুর্গাপুর মুচিপাড়া বাজারে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী নিরাপত্তারক্ষীকে মারধর করে দুই দোকানে ডাকাতি চালায়।
বুধবার ঘটনার অভিযোগে জানা গেছে, দুষ্কৃতীরা রায় মার্কেটের দুটি স্টেশনারি পাইকারি দোকানের শাটার কেটে লুটপাট চালায়। দোকানের মালিক শ্যাম বর্ণওয়াল ও পাপ্পু বর্ণওয়ালের হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নিরাপত্তারক্ষী গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুষ্কৃতীরা প্রমাণ লোপাট করতে বাজারের সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লুটের পর দুষ্কৃতীরা পালিয়ে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা