বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি
শিলচর (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছে উত্তরপূর্ব-ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এই দাবির ভিত্তিতে পরিষদের স
বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি


শিলচর (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছে উত্তরপূর্ব-ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।

এই দাবির ভিত্তিতে পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ড. হারাণ দে, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র পাঠিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছেন।

স্মারকপত্রে হারাণ দে লিখেছেন, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করা উচিত। উদাহরণস্বরূপ বলা হয়েছে, ভৌগোলিক অবস্থান বিবেচনা করে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপন করা হয়েছে।

স্মারকপত্রে হারাণ দে আরও লিখেছেন, রাজ্য সরকার বর্তমানে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে শিলচরে একটি মিনি সচিবালয় স্থাপন করছে, যা বরাক উপত্যকার মানুষের উপকারে আসবে। অতএব বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বা সার্কিট বেঞ্চ স্থাপনের পুরনো দাবি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande