দুর্গাপুরে ক্যানসার আক্রান্ত আশাকর্মীকে আটক করার অভিযোগ, মুচলেকা নিয়ে মুক্তি
দুর্গাপুর, ২১ জানুয়ারি (হি.স.) : বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রাজ্যের আশাকর্মীদের সঙ্গে দুর্গাপুরে পুলিশের বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ, ক্যানসার আক্রান্ত আশাকর্মী কেকা পালকে বাড়ি থেকে তুলে নিয়ে মহিলা থানায় আটক রাখা হয়।
দুর্গাপুরে ক্যানসার আক্রান্ত আশাকর্মীকে আটক করার অভিযোগ, মুচলেকা নিয়ে মুক্তি


দুর্গাপুর, ২১ জানুয়ারি (হি.স.) : বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রাজ্যের আশাকর্মীদের সঙ্গে দুর্গাপুরে পুলিশের বিতর্কিত আচরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ, ক্যানসার আক্রান্ত আশাকর্মী কেকা পালকে বাড়ি থেকে তুলে নিয়ে মহিলা থানায় আটক রাখা হয়। পরে মুচলেকা নেওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

বুধবার দুর্গাপুর, অন্ডাল ও পানাগড় থেকে স্বাস্থ্যভবনে যাওয়ার পথে আশাকর্মীদের আটকের অভিযোগ ওঠে। কেকা পালের অভিযোগ, পুলিশ তাঁকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মানসিকভাবে নিগ্রহ করা হয়।

বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং জেলা সভানেত্রী মনিষা শিকদারের নেতৃত্বে দলীয় কর্মীরা থানায় পৌঁছালে পুলিশ তৎক্ষণাৎ গেট বন্ধ করে দেয়। পরিস্থিতি সামলাতে বিজেপিকর্মীরা গেট খুলে ভেতরে প্রবেশ করেন। পুলিশের মুখোমুখি হওয়ার পর কেকা পালকে ছেড়ে দেওয়া হয়।

কেকা পাল বলেন, “আমি কি সমাজবিরোধী? সুস্থ থাকলেও পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, ফোন কেড়ে নেয়। আজ ৮৫ হাজার আশাকর্মী রাস্তায় আন্দোলন করছে। আন্দোলন চলবে।”

আন্দোলনের মাধ্যমে রাজ্যের ১২৯ পৌরসভা ও গ্রামীণ এলাকায় হাজার হাজার আশাকর্মী তাঁদের ন্যূনতম মজুরি, স্থায়ী চাকরির নিশ্চয়তা এবং বকেয়া টাকা পরিশোধের দাবি তুলছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande