
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : সুপ্রিম কোর্ট দু’দিন আগেই নির্দেশ দিয়েছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। বুধবার কমিশন দিল্লি থেকে সিইও-কে আগামী শনিবারের মধ্যে নির্দেশ যথাযথ পালনের নির্দেশ দিল।
কমিশনের সচিব পবন দিওয়ান মুখ্য নির্বাচনী অফিসারকে (সিইও) জানিয়েছেন, ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ এবং‘আনম্যাপড’—এই দুই ক্ষেত্রের নামগুলোর তালিকা যেন গ্রাম পঞ্চায়েত ভবন, প্রতিটি তালুকের ওয়ার্ড ও ব্লক অফিসে প্রকাশ্যে টাঙানো হয়।
শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে, আদালত সে কথাও জানিয়েছিল।
কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিস পাঠানো হচ্ছে। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে। কোন যুক্তিতে এই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত