‘দ্য ৫০’-এর রাজকীয় মহলের প্রোমো প্রকাশ, উত্তেজনা তুঙ্গে
মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : জিও হটস্টারের আসন্ন রিয়্যালিটি শো ‘দ্য ৫০’-এর বিলাসবহুল মহলের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা বেড়েছে। ২০২৫ সালে ঘোষিত এই শোটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। ইতিমধ্যে উর্বশী ঢোলাকিয়া, ফয়সাল শেখ, দুষ্যন্ত কুকরেজা, ম
‘দ্য ৫০’-এর রাজকীয় মহলের প্রোমো প্রকাশ, উত্তেজনা তুঙ্গে


মুম্বই, ২১ জানুয়ারি (হি.স.) : জিও হটস্টারের আসন্ন রিয়্যালিটি শো ‘দ্য ৫০’-এর বিলাসবহুল মহলের প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা বেড়েছে। ২০২৫ সালে ঘোষিত এই শোটি শুরু থেকেই আলোচনায় রয়েছে। ইতিমধ্যে উর্বশী ঢোলাকিয়া, ফয়সাল শেখ, দুষ্যন্ত কুকরেজা, মোনালিসা ও করণ প্যাটেলের মতো একাধিক পরিচিত মুখের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

প্রোমোতে দেখা গেছে, শোয়ের মহলটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ, যা ‘বিগ বস’-এর ঘরের থেকেও বেশি রাজকীয়। মহলের বিভিন্ন স্থানে সিংহের প্রতীক ব্যবহার করা হয়েছে, যা শক্তি ও কর্তৃত্বের লড়াইয়ের ইঙ্গিত দেয়। প্রোমোর মূল বার্তা—

“এখানে একটাই নিয়ম, কোনো নিয়ম নেই।”

এই শোয়ে মোট ৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের সামনে থাকবে পাওয়ার গেম, কৌশল, গোপন পরিকল্পনা ও মানসিক লড়াই। প্রোমোতে একটি সর্বশক্তিমান নজরের ইঙ্গিত দেওয়া হয়েছে, যাকে ‘সিংহ’ রূপে দেখানো হয়েছে—যে প্রতিটি প্রতিযোগীর উপর নজর রাখবে।

বুধবার জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শোটি শুরু হতে পারে। উপস্থাপক হিসেবে ফারাহ খানের নাম ঘুরছে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জমকালো সেট, ভিন্নধর্মী কনসেপ্ট ও বড় তারকাবহরের কারণে ‘দ্য ৫০’ জিও হটস্টারের অন্যতম বড় রিয়্যালিটি শো হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande