
কলকাতা, ২১ জানুয়ারি (হি. স. ) : রেল পরীক্ষামূলকভাবে কাশিমবাজার স্টেশনে ১৩১১৩/১৩১১৪ কলকাতা - লালগোলা - কলকাতা হাজারদুয়ারী এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১৩১১৩ কলকাতা - লালগোলা হাজারদুয়ারী এক্সপ্রেস (২৬.০১.২০২৬ তারিখে শুরু এবং সেখান থেকে যাত্রা) কাশিমবাজারে সকাল ১০:০৫ মিনিটে পৌঁছাবে এবং সেখান থেকে রাত ১০:০৬ মিনিটে ছাড়বে। ১৩১১৪ লালগোলা - কলকাতা হাজারদুয়ারী এক্সপ্রেস (২৬.০১.২০২৬ তারিখে শুরু এবং সেখান থেকে যাত্রা) কাশমবাজারে বিকেল ৫:১৬ মিনিটে পৌঁছানোর কথা। সেখান থেকে বিকেল ৫:১৭ মিনিটে ট্রেন ছাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত