শিবনারায়ণপুর স্টেশনে অতিরিক্ত স্টপেজ
কলকাতা, ২১ জানুয়ারি, (হি স): পরীক্ষামূলক ভিত্তিতে শিবনারায়ণপুর স্টেশনে ১৩২৩৫/১৩২৩৬ সাহেবগঞ্জ-দানাপুর-সাহিবগঞ্জ এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৩২৩৫ সাহেবগঞ্জ – দানাপুর এক্সপ্রেস শিবনারায়ণপুর ১৫:৪৬ টায় পৌ
শিবনারায়ণপুর স্টেশনে অতিরিক্ত স্টপেজ


কলকাতা, ২১ জানুয়ারি, (হি স): পরীক্ষামূলক ভিত্তিতে শিবনারায়ণপুর স্টেশনে ১৩২৩৫/১৩২৩৬ সাহেবগঞ্জ-দানাপুর-সাহিবগঞ্জ এক্সপ্রেসের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

১৩২৩৫ সাহেবগঞ্জ – দানাপুর এক্সপ্রেস শিবনারায়ণপুর ১৫:৪৬ টায় পৌঁছানোর কথা। ফিরতি ট্রেন ১৩২৩৬ দানাপুর – সাহেবগঞ্জ এক্সপ্রেস বৃহস্পতিবার শিবনারায়ণপুরে ১২:৩৩ টায় পৌঁছানোর কথা। ১২:৩৪ টায় সেটি ওই স্টেশন থেকে ছাড়ার কথা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande