
বীরভূম, ২১ জানুয়ারি (হি.স.): স্বাস্থ্যভবন অভিযানে যাওয়ার আগেই আশা কর্মীদের জোর করে কয়েকটি ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠলো রেল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে প্ল্যাটফর্মেই বিক্ষোভ দেখালেন তাঁরা। বুধবার সকালে ঘটনাটি ঘটে বোলপুর স্টেশনে। এদিন কলকাতায় স্বাস্থ্যভবন অভিযানের উদ্দেশ্যে জেলার বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়েছিলেন আশা কর্মীরা। সেই মতো বোলপুর স্টেশনে শতাধিক আশা কর্মী ট্রেন ধরার জন্য এসেছিলেন। কিন্তু তাঁদের এ দিন জোর করে ট্রেন থেকে জিআরপি নামিয়ে দেয় বলে অভিযোগ। এর প্রতিবাদে তাঁরা বোলপুর স্টেশনের প্ল্যাটফর্মেই বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পরে অনেক আশা কর্মী কোনওরকমে অন্য ট্রেনে উঠে কলকাতার দিকে রওনা দিয়েছেন। সিউড়িতেও একই অভিযোগ জানিয়েছেন আশা কর্মীরা।
প্রসঙ্গত, আশা কর্মীরা স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, দ্রুত বকেয়া উৎসাহ ভাতা দেওয়া, মৃত্যু হলে তাঁদের এককালীন ক্ষতিপূরণ-সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ডিসেম্বরে থেকে রাজ্য জুড়ে তাঁদের কর্মবিরতি পালন করছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ