
কলকাতা, ২১ জানুয়ারি (হি স): দুই বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ দ্বিতীয়বার বিয়ের জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার দিলীপবাবু সংবাদমাধ্যমে বলেন, “এটা ব্যক্তিগত বিষয়। কেউ বিয়ে করতেই পারেন। নিজের মতো জীবনযাপন করতে পারেন”। উল্লেখ্য, দিলীপ এবং হিরণের সম্পর্ক সমীকরণ রাজনৈতিক মহলে অজানা নয়। কিন্তু হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে যে তিনি মন্তব্য করতে নারাজ, তা বুঝিয়ে দিয়েছেন দিলীপবাবু।
দিলীপ-হিরণ লাগাতার বিরোধ দলকে নানা সময় অস্বস্তিতে ফেলেছে। বিজেপি থেকে নির্বাসিত হওয়ার বেশ কিছুদিন পর দলের কেন্দ্রীয় নেতৃত্বের আশ্বাস পেয়েছেন। তাই এই মুহূর্তে তাঁর ‘রাজনৈতিক শত্রু’ সম্পর্কে সচেতন মন্তব্য করলেন দিলীপবাবু। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ|
এরই মধ্যে হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেছেন, তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি। তিনি আইনত এখনও বিধায়কের স্ত্রী। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত